• জেলা পুলিস সুপার আমনদীপ
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূম জেলা পুলিসে রদবদল। রাজনারায়ণ মুখোপাধ্যায়ের পরিবর্তে জেলা পুলিস সুপারের দায়িত্ব নিলেন আমনদীপ। এতদিন তিনি পূর্ব বর্ধমানের পুলিস সুপার পদে ছিলেন। সোমবার দুপুরে বিদায়ী পুলিস সুপারের উপস্থিতিতে তিনি দায়িত্বভার বুঝে নেন। তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর দেওয়া হবে। সেইসঙ্গে, বালি পাচার সহ অন্যান্য অবৈধ কার্যকলাপ রুখতেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। 


    প্রসঙ্গত, বালি পাচার রুখতে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। তারপরই জেলা পুলিস-প্রশাসনকে আরও কড়া হতে দেখা যায়। খোদ জেলাশাসক বিধান রায় গ্রাউন্ড জিরোতে গিয়ে বালি পাচার রুখতে পদক্ষেপ গ্রহণ করছেন। এবার নতুন দায়িত্ব নিয়েই পুলিস সুপারও সেকথা স্পষ্ট করে দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)