কান্দি দমকলকেন্দ্রে যুক্ত হল আধুনিক অগ্নিনির্বাপণ ইঞ্জিন
বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, কান্দি: সোমবার কান্দি দমকলকেন্দ্রে আরও একটি অগ্নিনির্বাপণ ইঞ্জিন যুক্ত হল। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে দু’টি বড় ও একটি ছোট ইঞ্জিন রইল। নতুন ইঞ্জিন যুক্ত হওয়ায় আগুন নেভানোর কাজে সুবিধা হবে বলে কর্তৃপক্ষের দাবি।
প্রসঙ্গত, কান্দি মহকুমা এলাকায় পাঁচটি ব্লক রয়েছে। এই বিশাল এলাকায় আগুন নেভানোর কাজে একটি বড় ও এক ছোট ইঞ্জিন ব্যবহার করা হয়। তাতে সমস্যায় পড়ছিলেন বাসিন্দা থেকে দমকল কর্তৃপক্ষ। নতুন একটি বড় ইঞ্জিন পাওয়ার ফলে আগুন নেভানোর কাজ সহজ হবে।
দমকল সূত্রে জানা গিয়েছে, নতুন ইঞ্জিনটি অত্যাধুনিক। তার সবকিছুই অটোমেটিক। আগের দু’টি ইঞ্জিন ছিল ম্যানুয়াল। এদিন নারকেল ফাটিয়ে অত্যাধুনিক ইঞ্জিনটির সূচনা করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। তিনি বলেন, বিধানসভায় এক বছর আগে ইঞ্জিনের দাবি জানিয়েছিলাম। এমনকী দমকল মন্ত্রী সুজিত বসুকে বারবার এনিয়ে বলা হয়। অবশেষে কান্দিতে আরও একটি ইঞ্জিন যুক্ত হওয়ায় অনেক উপকার হল।
কান্দি দমকল কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম বলেন, এই ইঞ্জিনটিতে আধুনিক প্রযুক্তি রয়েছে। এর ফলে দ্রুত আগুন নেভানো যাবে। নতুন করে এই ইঞ্জিন যুক্ত হওয়ায় কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।