• মহম্মদবাজারে পুণ্যার্থীদের জন্য বিশেষ ক্যাম্প জেলা প্রশাসনের
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, সিউড়ি: গঙ্গাসাগর ও জয়দেব মেলার পুণ্যার্থীদের সাহায্যার্থে বিশেষ ক্যাম্প করল জেলা প্রশাসন। সোমবার সকালে মহম্মদবাজার ব্লকের শেওড়াকুড়িতে ঝাড়খণ্ডের দুমকা, রানিশ্বর থেকে বীরভূমের সিউড়ির দিকে আসার রাস্তার ধারে এই শিবির করা হয়। পৌষ সংক্রান্তির স্নান সেরে বহু মানুষ বীরভূমের জয়দেব কেঁদুলি, গঙ্গাসাগর থেকে ফিরছেন। ফেরার পথে পুণ্যার্থীদের শারীরিক অবস্থা এবং কোনও অসুবিধা হচ্ছে কিনা খোঁজ নিতে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রশাসন সূত্রে গিয়েছে, এদিন শেওড়াকুড়ি মোড়ে শিবিরে বেশকিছু জরুরি ওষুধ রাখা হয়েছিল। পুণ্যার্থীদের প্রয়োজনে সেই ওষুধ দেওয়া হয়। পাশাপাশি পুণ্যার্থীদের বাস থামিয়ে তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কিনা খোঁজ নেন আধিকারিকরা। পুণ্যার্থীদের মিষ্টিমুখও করানো হয়। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি পুণ্যার্থীরা। 


    উল্লেখ্য, মকর সংক্রান্তি উপলক্ষ্যে বহু মানুষ ঝাড়খণ্ড, বিহার ও অন্যান্য রাজ্য সহ এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে জয়দেব কেঁদুলি ও গঙ্গাসাগর যান। বীরভূমের সিউড়ির উপর দিয়ে মহম্মদবাজারের শেওড়াকুড়ি হয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে ফের ফিরে যাচ্ছেন তাঁরা। তাই সেই রাস্তার মাঝে শেওড়াকুড়ি মোড়ে এই বিশেষ শিবিরের আয়োজন করে প্রশাসন। জেলাশাসক বলেন, পুণ্যার্থীরা পুণ্যস্নান সেরে নিজেদের বাড়ি ফিরছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কিনা বা শারীরিক কোনও অসুস্থতা রয়েছে কিনা সেবিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। তাঁদের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র রাখা হয়েছিল শিবিরে।
  • Link to this news (বর্তমান)