• আগুনে হাত সেঁকতে গিয়ে ডোমকলে পুড়ে মৃত্যু বৃদ্ধার
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বহরমপুর: শীতের সকালে আগুন জ্বেলে হাত সেঁকতে গিয়ে  পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ২২ দিন চিকিৎসার পর রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃদ্ধার মৃত্যু হয়। মৃতের নাম সুভারণ বেওয়া(৮৫)। বাড়ি ডোমকল থানার কুপিলা গ্রামে। 


    পুলিস ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর ভোরের নামাজ পড়ার পর কনকনে ঠান্ডায় বাড়িতে আগুন জ্বেলে হাত সেঁকছিলেন সুভারণ বেওয়া। অসর্তকতায় কাপড়ে আগুন ধরে যায়। সে সময় পাশে কেউ ছিলেন না। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার বিকেলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। মৃতের ছেলে সরিফুল ইসলাম বলেন, সেদিন প্রচন্ড ঠান্ডার পাশাপাশি কুয়াশা ছিল। মা ঠান্ডা সহ্য করতে না পেরে আগুন জ্বেলে উত্তাপ নিচ্ছিলেন। তখনই বিপত্তি ঘটে।
  • Link to this news (বর্তমান)