• অবৈধভাবে নির্মিত সিপিএম কার্যালয় ভাঙল প্রশাসন
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: সেচদপ্তরের জায়গায় সিপিএম অবৈধভাবে দলীয় কার্যালয় তৈরি করেছিল। সোমবার পুলিস ও প্রসাশনের আধিকারিকদের উপস্থিতিতে তা ভেঙে দেওয়া হয়। এদিন দুপুরে দাসপুর-২ ব্লকের রানিচকে ওই অবৈধ নির্মাণ ভাঙা দেখার জন্য ভিড় ছিল। ঘাটাল মহকুমার সেচ ও জলপথ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল বলেন, স্লুইস গেটের পাশে  একটি অবৈধ নির্মাণ হয়েছিল। এদিন প্রশাসনের নির্দেশে তা ভেঙে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণ নদের বাঁধে দলীয় কার্যালয়টি ছিল। গত নভেম্বর মাসে সিপিএমের পক্ষ থেকে আঞ্চলিক কার্যালয়টি নতুন করে তৈরি করার কাজ জোরকদমে শুরু করে। অভিযোগ, এলাকার বাসিন্দারা বাঁধ দখল করে ওই নির্মাণ করার বিষয়ে আপত্তি তুলেছিলেন। এদিকে সিপিএম নেতা অন্নদাশঙ্কর মণ্ডল বলেন, ওখানেই ৪০-৫০ বছর ধরে আমাদের দলীয় কার্যালয়টি ছিল। কিন্তু গত বর্ষায় সেটি নষ্ট হয়ে যায়। তাই ইট দিয়ে একটি ছোট ঘর তৈরি করা হচ্ছিল। কিছু মানুষের উস্কানিতে সেটি প্রশাসন ভেঙে দিয়েছে।
  • Link to this news (বর্তমান)