টিএমসিপি নেতার মোবাইল হ্যাক করে বিজেপির মেম্বারশিপ
বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ছাত্র পরিষদ নেতার মোবাইল হ্যাক করে বিজেপির মেম্বারশিপ মেসেজ পাঠানোর অভিযোগ ওঠল মহিষাদলে। ওই ঘটনায় সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন টিএমসিপি-র জেলা সহ সভাপতি অতনু সামন্ত। তাঁর বাড়ি মহিষাদল থানার মধ্যহিংলি গ্রামে। অতনু মহিষাদল রাজ কলেজের প্রাক্তন ইউনিট সভাপতি। এছাড়া, তৃণমূল ছাত্র পরিষদের তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি। তাঁর দাবি, গত ৯জানুয়ারি মোবাইল হ্যাক হয়। বেশ কয়েক ঘণ্টা পর মোবাইলে মেসেজ পান। সেখানে বিজেপির সদস্যপদ ডাউনলোড করার ভেরিফিকেশন কোড চলে আসে। গোটা ঘটনায় হতবাক ওই ছাত্রনেতা। অতনু বলেন, মোবাইল হ্যাক করে সবটা হয়েছে। এনিয়ে তদন্তের জন্য তমলুক সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছি।বিজেপি-র জেলা সহ সভাপতি আনন্দময় অধিকারী বলেন, এমনটা হওয়ার কথা নয়। সম্ভবত, ওই ছাত্রনেতা সদস্যপদের জন্য আবেদন করেছেন। পরবর্তীতে চাপ তৈরি হতে মোবাইল হ্যাক হওয়ার গল্প তৈরি করছেন।