সংবাদদাতা, দিনহাটা: পাকা সেতু নির্মাণের দাবিতে সোমবার পথ অবরোধ হয় দিনহাটায়। দুপুরে গীতালদহ-দিনহাটা রাজ্য সড়কের রাধানগর কলোনিতে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আঁটিয়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের পূর্ব পেউলাগুড়ি এলাকায় দীর্ঘ কয়েক বছর থেকে বেহাল অবস্থায় হয়ে রয়েছে কালভার্ট। এতে অসুবিধায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের। বাধ্য হয়ে এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে পথ অবরোধে শামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিস ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলে ঘণ্টা দু’য়েক পর অবরোধ ওঠে।
স্থানিয় বাসিন্দা এজারুল মিয়াঁ বলেন, কংক্রিটের ব্রিজ নির্মাণ না হওয়ায় প্রতিনিয়ত সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। প্রশাসনের কর্তারা শুধু প্রতিশ্রুতি দেন। বাধ্য হয়ে অবরোধ করা হয়েছে। ব্লক প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, গ্রামবাসীদের দাবির বিষয়টি উপর মহলে জানানো হবে।