• যক্ষ্মা পরীক্ষায় উন্নত মেশিন চালু
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: যক্ষ্মা রোগীদের জন্য চালু হল সম্পূর্ণ স্বয়ংক্রিয় অ্যানালাইজার মেশিন ও সেল কাউন্টার মেশিন। জলপাইগুড়ি মেডিক্যাল ও জেলা স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে সোমবার জেলা যক্ষ্মা বিভাগের ল্যাবরেটরিতে চালু হয় ওই মেশিনগুলি। যক্ষ্মা রোগীদের প্রি ট্রিটমেন্ট মূল্যায়নের জন্য বিভিন্ন পরীক্ষার প্রয়োজন হয়। সেগুলি সঠিকভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য অত্যাধুনিক ওই মেশিনগুলির প্রয়োজন ছিল বলে জানিয়েছেন জেলার যক্ষ্মা নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিক ডাঃ শুভদীপ সরকার। জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, এই মেশিনগুলির মাধ্যমে যক্ষ্মা নির্ণয় ও চিকিৎসার কাজে আরও গতি আসবে।
  • Link to this news (বর্তমান)