বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, চাঞ্চল্য
বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, ধূপগুড়ি: নির্মাণ কাজের সময় বিল্ডিংয়ের সামনে লাগানো বাঁশে হাত দিয়েই হল কাল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ধূপগুড়ির পশ্চিম মাগুরমারির এক শ্রমিকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম ইউসুফ আলি (৫০)। তিনি ধূপগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের ভাওয়ালপাড়ায় নির্মাণ কাজ করতে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি তৈরির জন্য বাড়ির সামনে বাঁশ লাগানো ছিল। সেই বাঁশেই সামনে দিয়ে যাওয়া বিদ্যুতের তারে সংস্পর্শে আসে। কাজ করার সময় সেই বাঁশ হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে নীচে পড়ে যান তিনি। আশেপাশের লোকজন এসে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থলে ছুটে এসে পুলিস মৃতদেহটি নিজেদের হেফাজতে নেয়। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের ভাই মুস্তাফা হক বলেন, কাজ করেই সংসার