জলপাইগুড়িতে মহিলা ফুটবলে তাক লাগাল চা বাগানের মেয়েরা
বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সোমবার থেকে জলপাইগুড়ির জেওয়াইসিসি’র মাঠে শুরু হল মহিলা ফুটবল টুর্নামেন্ট। প্রথম দিনের খেলায় রীতিমতো তাক লাগাল চা বাগানের মেয়েরা। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই নক আউট টুর্নামেন্টে এদিন ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসু ফুটবল অ্যাকাডেমিকে ৪-০ গোলে হারিয়ে জয়ী হয় স্পোর্টস জোন। জয়ী দলের হয়ে দু’টি করে গোল করে দেবীকা ওরাওঁ এবং মণিকা ওরাওঁ। এদিন প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে দেবীকা। আজ, মঙ্গলবার মোহিত স্পোর্টিং অ্যাকাডেমি ও বেলতলি নবজীবন সঙ্ঘের ম্যাচ রয়েছে।
চা বাগানের মেয়েদের নিয়ে ফুটবলের টিম তৈরি করেছে স্পোর্টস জোন। এই টিমে বানারহাটের লক্ষ্মীপাড়া, লুকসান, মালবাজার, জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মেয়েরা রয়েছে। এদের মধ্যে অনেকেই কন্যাশ্রী কাপ খেলছে। কয়েকজন কলকাতার শ্রীভূমি কিংবা সুরুচি সঙ্ঘের মতো ক্লাবের হয়েও খেলেছে। কয়েকজন খেলেছে দিল্লিতেও।
বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের মেয়ে মণিকা ওরাওঁ। বাবা বীরসা ওরাওঁ বাগানে কাজ করেন। দিদি খেলাধুলো না করলেও নামী ফুটবলার হওয়াই স্বপ্ন মণিকার। এদিনের ম্যাচে জোড়া গোল করার পর সে বলে, ২০২৩ সালে কলকাতায় কন্যাশ্রী কাপ খেলেছি। এখন ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলার প্রস্তুতি নিচ্ছি। এদিনের ম্যাচে অপর জোড়া গোলের অধিকারী বানারহাটের দেবীকা ওরাওঁ জানিয়েছে, কলকাতায় কন্যাশ্রী কাপের পাশাপাশি দিল্লিতেও খেলেছে সে। ফুটবলই তার ধ্যানজ্ঞান।
স্পোর্টস জোনের কোচ অমিত রায় বলেন, চা বাগান ঘুরে ঘুরে যেসব মেয়ের খেলাধুলোর প্রতি আগ্রহ রয়েছে, তাদের খুঁজে বের করে টিম বানানো হয়। তারপর প্র্যাকটিসের মধ্যে দিয়ে তৈরি করা হয় তাদের। ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বর্ষা ওরাওঁ কন্যাশ্রী কাপ খেলেছে। ধূপগুড়ির আমবাড়ি চা বাগানের স্নেহা লোহার, অঙ্কিতা তান্ত্রি কলকাতায় খেলছে। মালবাজারের অপর্ণা মুণ্ডা দু’বছর আগে কলকাতা পুলিসের টিমে খেলেছে।