• প্রতিশ্রুতি পূরণে লঙ্কাপাড়া পরিদর্শনে বিধায়ক জয়প্রকাশ
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাট উপ নির্বাচনে জেতার পর প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হল তৃণমূল কংগ্রেস। সোমবার লঙ্কাপাড়া অঞ্চল ঘুরে দেখলেন তৃণমূল বিধায়ক জয়প্রকাশ টোপ্পো। নির্বাচনী প্রচারের সময় তৃণমূল নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল, যেসব অঞ্চলে উন্নয়ন হয়নি সেখানে জিতলে বিধায়ক তহবিলের অর্থে কাজ হবে। এদিন লঙ্কাপাড়া অঞ্চলে প্রতিশ্রুতি পূরণ করতে বিধায়কের সঙ্গে ছিলেন দলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ তৃণমূল নেতৃত্ব। 


    তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদবাবু বলেন, আমাদের সরকার ও মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখেন। এটাই তৃণমূলের সঙ্গে বিরোধীদের ফারাক। নির্বাচনের সময় আমাদের দল মাদারিহাটের কোন অঞ্চলে কী কাজ হয়নি, ভোটে জিতলে তা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। মানুষ আশীর্বাদ করায় দল নির্বাচনে জিতেছে। এবার প্রতিশ্রুতি মতো বিধায়ক তহবিলের অর্থে অঞ্চলভিত্তিক সে সব উন্নয়নের কাজগুলি সম্পন্ন করা হবে। 


    ২০২৬-এ বিধানসভা নির্বাচন। ফলে বিধায়ক হিসেবে এলাকায় জয়প্রকাশবাবু কাজ করার জন্য খুব বেশি সময় পাবেন না। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বিধায়ক পদের এই স্বল্প সময়ে অঞ্চলভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতিগুলি কী আদৌ রক্ষা করতে পারবেন? এই প্রশ্নে বিধায়ক বলেন, সেজন্যই তো অঞ্চলগুলিতে দল বড় কোনও কাজের প্রতিশ্রুতি দেয়নি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি ছোট ছোট রাস্তা, সেতু, কালভার্ট তৈরি, নদী ভাঙন রোধ ও পথবাতির। যাতে যে কাজগুলি কম টাকায় অনায়াসেই বিধায়ক তহবিলের অর্থে করা সম্ভব হয়। ভোটের প্রচারে আমরা বলেছিলাম কোনও অঞ্চলে পরিস্রুত পানীয় জলের সমস্যা থাকলে, পিএইচই কর্তৃপক্ষকে বলে সেই সমস্যা মিটিয়ে ফেলা হবে। 


    মাদারিহাট বিধানসভায় ১০টি অঞ্চল। এছাড়া জলপাইগুড়ি জেলার সাঁকোয়াঝোরা ও বিন্নাগুড়ি অঞ্চল দু’টিও মাদারিহাট বিধানসভায় পড়েছে। প্রতিশ্রুতি রক্ষার্থে তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগে এলাকার ভোটাররা খুশি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উন্নয়ন তো দূরের কথা দু’বার বিধায়ক থাকলেও বিজেপির মনোজ টিগ্গাকে এলাকাতেই কোনও দিন দেখা যায়নি।   ভোটারদের আশা, এবার তৃণমূল বিধায়কের আমলে সেই কাজগুলি দ্রুত সম্পন্ন হবে। যদিও বিজেপির জেলা সভাপতি এমপি মনোজ টিগ্গার কটাক্ষ, উন্নয়ন নয়। তৃণমূল অঞ্চলে অঞ্চলে ঘুরে ছাব্বিশের ভোটের মহড়া শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)