• জয়ী বিপিআরসি
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সুপার ডিভিশন ক্রিকেটে সোমবারের ম্যাচে সুভাষ সঙ্ঘকে ১৩৮ রানে হারিয়ে জয়ী হল বর্ধনপ্রাঙ্গন রিক্রিয়েশন ক্লাব (বিপিআরসি)। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিপিআরসি। ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ২৪৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩২ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান তুলতে সমর্থ্য হয় সুভাষ সঙ্ঘ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম ক্রিকেট সম্পাদক সন্দীপ দাশগুপ্ত বলেন, বিপিআরসি’র হয়ে নীল ঘোষ ৪৯ বলে ৬৯ এবং দেবীপ্রসাদ রায় ২৯ বলে ৫১ রান করে। অন্যদিকে, সুভাষ সঙ্ঘের সম্রাট দাস ৩৬ বল খেলে ২৭ এবং রণবীর ভট্টাচার্য ২৬ বলে ১২ রান করে। এদিনের ম্যাচে ১৩৮ রানে জয়ী হয়েছে বিপিআরসি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে জয়ী দলের নীল ঘোষ।
  • Link to this news (বর্তমান)