• ইংলিশবাজারে ই-রিকশ’র দৌরাত্ম্য নিয়ে বহু অভিযোগ, টানা অভিযানের নির্দেশ পরিবহণ দপ্তরকে
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: রাস্তা তুমি কার? আমজনতার নাকি ই-রিকশ’র? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে মালদহের জেলা সদর ইংলিশবাজারে। ভোর  থেকে মধ্যরাত পর্যন্ত মালদহ শহরের প্রায় সব রাস্তার পুরোটাই চলে যাচ্ছে ই-রিকশ’র দখলে। 


    এই রিকশ’র বড় অংশ বেআইনি এবং অনুমতিহীন বলে জেলা প্রশাসন ও পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। একের পর এক দুর্ঘটনা, ইংলিশবাজার জুড়ে তীব্র যানজট এবং ট্রাফিক আইন ভাঙার অগুনতি অভিযোগ পরপর উঠতে থাকায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। আন্দোলনের চোখরাঙানি দেখিয়ে বেআইনি টোটো, রিকশ’র দৌরাত্ম্য চালিয়ে যাওয়া যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে জেলা প্রশাসন। লাগাতার অভিযান চালানোর নির্দেশও দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, রেজিস্ট্রেশনহীন, বেআইনি, বহু পুরনো টোটো ও ই-রিকশ’র বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অসংখ্য অভিযোগ এসেছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। মনে রাখতে হবে, মানুষের ব্যবহারের জন্য ই-রিকশ। নিয়ম মেনে চালাতে হবে। পরিবহণ দপ্তর ইতিমধ্যে অভিযানে নেমে এই ধরনের টোটো ও ই-রিকশ’র বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। মাসখানেকের মধ্যে প্রায় ৩০ লক্ষ টাকার বেশি জরিমানা আদায় ও অনেক বেআইনি, রেজিস্ট্রেশনহীন টোটো ও ই-রিকশ বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযান লাগাতার চালিয়ে চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহণ দপ্তরকে। দপ্তরের এক পদস্থ আধিকারিক বলেন, বেআইনি ই-রিকশ’র দাপট বন্ধ করতে আচমকা অভিযান চালানো শুরু হয়েছে। পুলিসকে সঙ্গে নিয়েই অভিযান চলছে। ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিচ্ছি আমরা।
  • Link to this news (বর্তমান)