• গাজোলের রাঙাভিটার কুণ্ডুপাড়ায় নিকাশি ব্যবস্থা নেই, সরব বাসিন্দারা
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল-১ গ্রাম পঞ্চায়েতের রাঙাভিটা কুণ্ডুপাড়ায় নিকাশি ব্যবস্থা নেই। পাঁচ বছর ধরে ওই এলাকায় নিকাশিনালার দাবি করে আসছেন গ্রামবাসীরা। অভিযোগ, তবুও সেই কাজ এখনও করা হয়নি। ফলে স্থানীয় এলাকার মানুষের বাড়ির জল সুষ্ঠুভাবে বের হতে পারছে না। এতে বাসিন্দারা সমস্যায় পড়ছেন। সেজন্য  এলাকার বেশকিছু ভুক্তভোগী বাসিন্দাদের যৌথ উদ্যোগে সোমবার আর্থমুভার দিয়ে খাল কেটে জল গড়ানোর ব্যবস্থা করা হয়। 


    শুধু তাই নয়, এদিন তাঁরা স্থায়ী সমস্যা সমাধানের জন্য নিকাশির দাবিতে সরব হন। আর্থমুভার ভাড়া করে কাজে এগিয়ে আসেন রবীন্দ্র রায় চৌধুরী, পুলক এবং বিশ্বজিৎ কুণ্ডুর মতো ভুক্তভোগীরা। বিশ্বজিৎবাবু বলেন, পাড়ার জল বের হয় না। জল বের করার জন্য নিকাশিনালা দরকার। সেটি ১২ নম্বর জাতীয় সড়কের নিকাশির সঙ্গে মিলিয়ে দিলে জল বেরিয়ে যাবে। আগে একাধিকবার পঞ্চায়েতে বলা হয়েছে। নিকাশিনালার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। বর্ষার সময় হাঁটু জল হয়ে যায়। ওই রাস্তা দিয়ে চলা মুশকিল হয়ে পড়ে। এদিন আর্থমুভার দিয়ে খাল কেটে জল বের করা হয়েছে। আমাদের পাশের করলাভিটা পাড়ায় একাধিক কাজ হচ্ছে। আমাদের গ্রামে কোনও কাজ হচ্ছে না। বিষয়টি পঞ্চায়েতের সদস্যের দেখা উচিত। এদিকে ওই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য দেবব্রত দাস বলেন, ওখানে স্থানীয়রা নোংরা ফেলেন। তাই জল বের হতে পারে না। গত বছর তিন বার পরিষ্কার করা হয়েছে। সেখানে নিকাশি নালা তৈরির দাবি রয়েছে। আমাদের পক্ষ থেকে স্কিমে সেটি ধরা হয়েছে। কাজ অনুমোদন হলে করা হবে। মালদহ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে গ্রামবাসীরা লিখিতভাবে জানাতে পারেন। 
  • Link to this news (বর্তমান)