• সড়ক দুর্ঘটনায়  দু’জনের মৃত্যু
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: রবিবার রাতে হেমতাবাদ থানা এলাকার রামনাথপাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মৃতদের নাম আনন্দ বর্মন (৩৮) ও ইয়াকত আলি (২৩)। আনন্দর বাড়ি হেমতাবাদ ব্লকের কোঠাগ্রাম এলাকায়। ইয়াকতের বাড়ি ওই ব্লকেরই কৃষ্ণবাটিতে। সোমবার দুপুরে রায়গঞ্জ মেডিক্যালের মর্গে মৃতদেহ দুটির ময়নাতদন্ত হয়।  


    রবিবার রাতে রামনাথপাড়ায় রাস্তার একপাশ থেকে ধান মাথায় নিয়ে আরেক পাশে এনে লরিতে লোড করছিলেন আনন্দ। রাস্তা পার হওয়ার সময় আনন্দকে ধাক্কা মারেন বাইকচালক ইয়াকত। ঘটনায় দুজনই গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের হেমতাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে   আনন্দকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আশঙ্কাজনক অবস্থায় ইয়াকতকে রেফার করা হয় রায়গঞ্জ মেডিক্যালে। কিন্তু নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, দেহ দুটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। 


    স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর রামনাথপাড়ায় বেপরোয়া গতিতে বাইক ও গাড়ি চলাচল করে। মঙ্গলবার রাতে দুজন গতির বলি হয়েছেন এই কারণেই। এলাকায় পুলিসের নজরদারির দাবি তুলেছেন বাসিন্দারা। থানার আইসি বলেন, ইতিমধ্যে এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে। মানুষকেও সচেতন হতে হবে। 
  • Link to this news (বর্তমান)