• কেনা জল খাওয়ার পরই অসুস্থ
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: দোকান থেকে কিনে খেয়েছিলেন জল। সেই জল খাওয়ার পরই অসুস্থ এক যুবক। এমনটাই অভিযোগ। সোমবার মালদহের চাঁচল সদরের দৈনিক বাজারের ঘটনা। অসুস্থ যুবককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়।


    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ যুবকের নাম সাদ্দাম হোসেন। চাঁচলের ভাকরি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন নয়াটোলার বাসিন্দা তিনি। রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, চাঁচল দৈনিক বাজারে একটি দোকান থেকে হাফ লিটার জল কিনে খান সাদ্দাম। তারপরই অসুস্থ হয়ে পড়েন। সেই অভিযোগ নিয়ে এদিন চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হয় পরিবারটি। লিখিত অভিযোগও দায়ের করা হয়। 


    সুস্থ হওয়ার পর সাদ্দাম বলেন, বোতলের জল খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ি। ওই ব্রান্ডের আরও একটি বোতল কিনে দেখি, জলে কিছু ভেসে রয়েছে। চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক রাহুন মণ্ডল বলেন, জলের বোতলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ করা হবে। 


    জল বিক্রেতা ক্ষিতিশ ঘোষের দাবি, বীরভূমের একটি কোম্পানি এই ব্রান্ড তৈরি করে। বাজারে অনেকেই সেই কোম্পানির জল বিক্রি করে। আমিও করি।  
  • Link to this news (বর্তমান)