• আইএএস হতে চান সাগরমেলায় আসা তরুণী সন্ন্যাসিনী
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবারে গঙ্গাসাগর মেলায় আসা এক সন্ন্যাসিনী বর্তমানে ইতিহাসে অনার্স নিয়ে পড়াশোনা করছেন। বছর বাইশের ওই তরুণীর নাম রাজেশ্বরী। পড়াশোনা শেষে তিনি হতে চান একজন দক্ষ প্রশাসক। আইএএস হওয়ার স্বপ্ন দেখছেন ওই সন্ন্যাসিনী। নাগা সাধু মহাদেব ভারতীর পালিত কন্যা রাজেশ্বরী। দু’জনেই এসেছেন হিমাচল প্রদেশ থেকে। কপিলমুনি আশ্রমের পাশে নাগা সাধুদের আখড়ায় দেখা মিলবে বাবা-‌ মেয়ের। বছর ২০ আগে হিমাচলের ওই নাগা সাধু মুম্বই গিয়েছিলেন। তখনই ঘাটকোপার অঞ্চলে পড়ে থাকা বছর খানেকের এক শিশুকন্যাকে কুড়িয়ে পান তিনি। মহাদেব নিজের আখড়াতে নিয়ে গিয়ে সেই কন্যার নাম রাখেন রাজেশ্বরী। বড় করে তোলেন তাঁকে। পড়াশোনাও করিয়েছেন তাঁকে। তবে কয়েক বছর আগে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন রাজেশ্বরী। এখনও চিকিৎসা চলছে তাঁর। এমন নানা প্রতিকূলতার মধ্যেও প্রশাসক হওয়ার স্বপ্ন দেখছেন সাধু মহাদেবের পালিত কন্যা।
  • Link to this news (বর্তমান)