নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ভাটপাড়া পুলিসের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। ভাটপাড়া থানার পুলিসকে হেনস্তার ঘটনায় অর্জুন সিংহের বিরুদ্ধে দায়ের করা পুলিসের মামলায় আগের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপাতত তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিস। আজ মঙ্গলবার ফের মামলার শুনানি। এই স্বতঃপ্রণোদিত মামলায় দাবি করা হয়, পুলিস যখন অর্জুন সিংয়ের বাড়িতে নোটিস নিয়ে হাজির হয়েছিল তখন তাঁর দেহরক্ষী এবং অর্জুন সিং অফিসারদের হয়রানি করেন। পুলিসের এই মামলার প্রেক্ষিতে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন।