• দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে না চলতি সপ্তাহে
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হানা দিচ্ছে পশ্চিম হিমালয়ে। এর জেরে আজ, মঙ্গলবার পৌষ সংক্রান্তির দিন সহ চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে না। সাধারণ শীতের আমেজ থাকবে। কলকাতায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, গঙ্গাসাগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে থাকবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের তুলনায় এদিন কলকাতায় তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি। তবে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা অল্পবিস্তর বেড়েছে।


    পশ্চিম হিমালয়ে কোনও ঝঞ্ঝা এলে উত্তর ভারতের দিক থেকে যে উত্তুরে হাওয়া আসে সেটা কমজোরি হয়ে যায়। সবে একটি ঝঞ্ঝা এসেছে। তার জেরে পশ্চিম হিমালয় সংলগ্ন তুষারপাত ও বৃষ্টি হয়েছে। উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে বৃষ্টি হয়েছে। কারণ ঝঞ্ঝার জেরে উত্তর ভারতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ মঙ্গলবার পশ্চিম হিমালয়ে ফের একটি ঝঞ্ঝা আছে। তার প্রভাবে আগামী কয়েকদিন উত্তর ভারতজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গসহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, ঝঞ্ঝা ছাড়াও দিন লম্বা হতে শুরু করেছে। এই কারণে তাপমাত্রা বাড়ছে। তবে কোনও শক্তিশালী ঝঞ্ঝা আসার পর, কয়েকদিনের মধ্যে নতুন করে ঝঞ্ঝা না এলে ফের কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া ঢুকবে। তখন তাপমাত্রা নিম্নগামী হবে। জানুয়ারির তৃতীয়-চতুর্থ সপ্তাহে কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার নজির সাম্প্রতিক অতীতে আছে। 
  • Link to this news (বর্তমান)