• পকসো মামলায় বিকাশ মিশ্রের জামিন
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার নাবালিকাকে যৌন হেনস্তা সংক্রান্ত পকসো মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন বিকাশ মিশ্র। সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। গত বছর কলকাতার কালীঘাট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে এফআইআর দায়ের করা হয় বিকাশের বিরুদ্ধে। মামলাটি আলিপুর আদালতে বিচারাধীন। যৌন হেনস্তার মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। সোমবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে হাইকোর্ট।


    কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশও ওই একই মামলায় অভিযুক্ত। এর আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন বিকাশ। পরে অবশ্য ওই মামলায় জামিন পেয়ে যান। এই অবস্থায় গত বছরের নভেম্বরে পকসো মামলায় তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিস। বিকাশ অবশ্য দাবি করেন, তাঁকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে। সেই মামলাতেই এদিন তার জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। 
  • Link to this news (বর্তমান)