জলবায়ুর পরিবর্তন: অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে বিশেষ কর্মশালা
বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাডামাস ইউনির্ভাসিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে হয়ে গেল ছ’দিনের বিশেষ কর্মশালা। ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই কর্মশালা পুরোটাই অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এআইসিটিই-অটলের আর্থিক আনুকূল্যে এই আয়োজন করা হয়েছিল। ‘ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক আলোচনার পৃষ্ঠপোষক ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায় ও উপাচার্য সুরঞ্জন দাস। মুখ্য অতিথি হিসেবে অংশে নেন যাবদপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গুপীনাথ ভাণ্ডারী।