নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, তা নিয়ে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে। ধুমধাম করে রোড শো করে সোমবার মনোনয়ন জমা দিতে যান দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী। তবে ততক্ষণে নির্ধারিত সময় (দুপুর তিনটে) পেরিয়ে গিয়েছে। তাই এদিন মনোনয়ন জমা দিতে পারলেন না আতিশী। আম আদমি পার্টি (আপ)-র তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার ফের মনোনয়ন জমা দিতে যাবেন মুখ্যমন্ত্রী। কালকাজি কেন্দ্র থেকে লড়বেন আতিশী। সোমবার মনোনয়ন জমা দেওয়ার আগে আশীর্বাদ নিতে গিয়েছিলেন গুরুনগর গুরুদ্বার ও কালকাজি মন্দিরে। সঙ্গে ছিলেন দলের নেতা মণীশ সিশোদিয়া। এরপর নিজের বিধানসভা কেন্দ্রে রোড শো করেন তিনি। পৌঁছন জেলাশাসকের দপ্তরে। ততক্ষণে কমিশন নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় মনোনয়ন জমা দেওয়া আর হয়নি আতিশীর। এদিন ভোটার তালিকায় কারচুপি সহ একাধিক বিষয়ে অভিযোগ তোলেন আপের নেতারা।