• আইনজীবী প্রয়াত
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যাঙ্কশাল ফৌজদারি আদালতের প্রবীণ আইনজীবী তপনকুমার ঘোষ। তাঁর স্মরণে আজ, মঙ্গলবার কলকাতা জেলা নগর দায়রা ও ব্যাঙ্কশাল আদালতের আইনজীবীরা কোনও মামলার শুনানিতে অংশ নেবেন না। আজ আদালতে এক স্মরণসভারও আয়োজন করা হয়েছে। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় এই প্রবীণ আইনজীবীর মৃত্যু ঘটে। ব্যাঙ্কশাল আদালতের বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর চৌবে জানান, দুপুরে প্রয়াত আইনজীবীর মৃতদেহ আদালতে আনা হলে সেখানে বিভিন্ন বিচারক ছাড়াও বিভিন্ন আইনজীবী সংগঠনের কর্তারা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
  • Link to this news (বর্তমান)