• শপিং মলের সামনে ১২ লক্ষ টাকা ছিনতাই, বাইকে চম্পট দুষ্কৃতীরা
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিজাত শপিং মলের সামনে বাইকে চেপে এসে ১২ লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। সোমবার বিকেলে পার্ক সার্কাস এলাকায় শামসুল হুদা রোডে ঘটনাটি ঘটেছে। একটি বেসরকারি সংস্থার নগদ সংগ্রহ করে ক্যাশ কালেকশন ভ্যানের সামনে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যে বাইকে চেপে দুষ্কৃতীরা এসেছিল, সেটিকে চিহ্নিত করা হয়েছে।


    পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই শপিংমলে বিক্রিবাটার পর প্রতিদিন বিকেলে নগদ সংগ্রহ করে একটি সিকিওরিটি এজেন্সি। সোমবার বিকেলে  ওই এজেন্সির ক্যাশ কালেকশন ভ্যান আসে বিকেল তিনটে নাগাদ। সংস্থার এক কর্মী দুই গান-ম্যানকে নিয়ে ভিতরে যান নগদ টাকা সংগ্রহ করতে। ক্যাশ কালেকশন ভ্যানটি রাস্তার উপরেই দাঁড়িয়ে ছিল। টাকা নেওয়ার পর ওই কর্মী একটি পিঠ ব্যাগে নোটের বান্ডিলগুলি ভরেন। প্রত্যক্ষদর্শীরা পুলিসকে জানিয়েছেন, ওই কর্মী টাকা নিয়ে বাইরে আসছিল। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা একটু অন্যমনস্ক ছিলেন। রাস্তায় নেমে একটু এগতেই  বাইকে থাকা দুষ্কৃতী তাঁকে অনুসরণ করে। বাইকের পিছনে থাকা ব্যক্তি টাকার ব্যাগ ছিনতাই করে দ্রুত এলাকা ছেড়ে পালায়। চিৎকার করে কোনও লাভ হয়নি। এরপরই কড়েয়া থানার লিখিত অভিযোগ হলে পুলিস তদন্ত শুরু করেছে। পুলিসের অনুমান, দুষ্কৃতীরা অনেকদিন ধরেই বিষয়টি নজরে রেখেছিল। ওই মলের কোনও কর্মী দুষ্কৃতীদের কাছে খবর দিত, না কি ক্যাশ ভ্যানের দায়িত্বে থাকা কেউ দুষ্কৃতীদের আগাম খবর দিয়েছিল খতিয়ে দেখছেন অফিসাররা। তদন্তকারীরা জেনেছেন, অভিযুক্তরা স্থানীয় বাসিন্দা। রাস্তা চেনা থাকায় দ্রুত পালাতে পেরেছে। 
  • Link to this news (বর্তমান)