নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিস অ্যাথলেটিক ক্লাবের পর এবার কলকাতা পুলিস ক্লাবে পালাবদল। পদাধিকারবলে সভাপতি হলেন যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ। বার্ষিক সভায় সর্বসম্মতভাবে ক্লাবের নতুন সাধারণ সম্পাদক হলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার (সেন্ট্রাল) শান্তনু চট্টোপাধ্যায়। ক্লাবের সহ সভাপতি পদে এসেছেন অবসরপ্রাপ্ত ডিসি নমরোজ আহমেদ খান এবং ডিসি (সেন্ট্রাল)-২ দেবব্রত সরকার। তাৎপর্যপূর্ণভাবে সিএবিতে পুলিস ক্লাবের প্রতিনিধি হলেন মুখ্যমন্ত্রীর বিশেষ আস্থাভাজন তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানা শান্তনু সিনহা বিশ্বাস। যুগ্ম সম্পাদক হলেন ওসি হেয়ার স্ট্রিট সুমিত দাশগুপ্ত এবং রহুল আমিন। ক্লাবের ক্রিকেট সচিব হলেন এসি (এআরএস) দেবজিৎ চট্টোপাধ্যায়।