নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেক্সপিয়ার সরণি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিল্ডিংয়ের কার্নিশের একাংশ ভেঙে বিপত্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জওহরলাল নেহরু রোডে। সাততলা সেইল বিল্ডিংয়ের ছাদের কার্নিশের একাংশ ভেঙে নীচে পড়ে। ঘটনার জেরে রাস্তায় থাকা এক যুবক জখম হন বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, আহতের নাম রীতেশ পাণ্ডে। যদিও, তাঁর আঘাত গুরুতর নয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, সেই সময় রাস্তার উপর পার্কিয়ে থাকা দু’টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্নিশের বড় টুকরো ভেঙে গাড়ির ছাদে ও বনেটেরে উপর পড়ে। পুরসভার বিল্ডিং বিভাগের ডেমোলিশন স্কোয়াডের লোকজন গিয়ে জায়গাটি সাফ করেন।