• বড়তলায় শিশুকন্যা ধর্ষণ মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ  
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়তলায় সাত মাসের এক পথশিশুকে ধর্ষণ মামলায় সোমবার আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কলকাতা পুলিস। এদিন কলকাতা নগর দায়রার বিশেষ পকসো আদালতে ওই চার্জশিট পেশ করা হয়। বাজেয়াপ্ত হওয়া যে সমস্ত জিনিস ফরেন্সিকে পাঠানো হয়েছিল, সেই সংক্রান্ত রিপোর্টের কথা চার্জশিটে জানানো হয়েছে বলে জানান বিশেষ সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়। এদিনই তার প্রতিলিপি সরকার পক্ষ থেকে দেওয়া হয় ধৃত যুবক রাজীব ঘোষের হাতে।


    এই মামলায় মোট সাক্ষী ২২ জন। সোমবার তিনজনকে নিয়ে মোট সাতজন আদালতে সাক্ষ্য দিলেন। আজ, মঙ্গলবারও মামলার শুনানির দিন ধার্য হয়েছে। মামলার সহকারী কৌঁসুলি এদিন সাংবাদিকদের জানান, জেল হেফাজতে রেখেই ধৃতের বিচার চলছে। তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। মাত্র ২৫ দিনে এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। তার তিনদিন পর অর্থাৎ ২৮ দিনের মাথায় মামলায় চার্জ গঠন শেষ করে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। পুলিস প্রতিনিয়ত নির্যাতিতা সাতমাসের শিশুর উপর নজর রাখছে।
  • Link to this news (বর্তমান)