নিজস্ব প্রতিনিধি, বারাসত: চলছিল ভেরির মালিকদের পিকনিক। তা লক্ষ্য করে বোমাবাজির অভিযোগে রবিবার রাতে তেতে উঠল দেগঙ্গা থানার চাঁপাতলা পঞ্চায়েতের জুয়াড়িয়া এলাকা। খবর পেয়ে পুলিস গেলে তাদের কাছে ক্ষোভ উগরে দেন ভেরি মালিকরা। পাশাপাশি সোমবার তাঁরা গণস্বাক্ষর থানায় জমা দিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিস।
হাড়োয়া, দেগঙ্গা, শাসন এলাকায় বিঘার পর বিঘা জমির ভেরিতে মাছ চাষ হয়। দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের জুয়াড়িয়া এলাকায় প্রায় ৭০০ বিঘা ভেড়ি রয়েছে। প্রতি তিন বছর অন্তর ভেড়ির ডাক হয়। গঠিত হয় ভেড়ি কমিটিও। শেষ ডাক হয়েছিল ২০২৩ সালে। সূত্রের খবর, এই ভেরি কমিটির রাশ রয়েছে চাঁপাতলা পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরীর হাতে। ২০২৬ সালের ডাকের আগেই ভেড়ির মালিকদের একাংশ চাইছিলেন তৃণমূল নেতার দখলদারি থেকে বেরিয়ে আসতে।
এমন পরিস্থিতিতে রবিবার বিকেলে জুয়াড়িয়া এলাকার ভেরি সংলগ্ন আমবাগানে কয়েকজন মালিক পিকনিক করছিলেন। সেখানে মূলত ছিলেন তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরীর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনই। আর তখন পিকনিক স্থলের অদূরে আচমকা বোমাবাজি হয় বলে অভিযোগ। সরাসরি অভিযোগের তির তৃণমূল নেতা হুমায়ুনের দিকেই। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, ভেড়ির মালিকরা ১৫ দিন ধরে ওখানে ভূরিভোজের আসর চালাচ্ছিলেন। তাই হয়তো বিপক্ষ গোষ্ঠী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এর সঙ্গে আমার কোনও যোগ নেই।