নিজস্ব প্রতিনিধি, বারাসত: পায়রা পাচার রুখে দিল বিএসএফ। জানা গিয়েছে, রবিবার রাতে স্বরূপনগরে বিএসএফ-এর ১৪৩ তম ব্যাটালিয়নের সীমান্ত ফাঁড়ি তারালি ১-এর জওয়ানরা এক সন্দেহভাজনকে ব্যাগ নিয়ে সীমান্তের দিকে যেতে দেখেন। জওয়ানরা ধরতে গেলে তিনি অন্ধকারে ব্যাগ ফেলে পালিয়ে যান। বিএসএফ ব্যাগটি তল্লাশি করে তা থেকে ১৭টি পায়রা উদ্ধার করে।
অন্যদিকে, স্বরূপনগরের ১০২ ব্যাটালিয়ন সীমান্ত ফাঁড়ির গোবর্ধার জওয়ানরা বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় চোরা কারবারিদের থেকে আরও ৮৩টি পায়রা উদ্ধার করেন। সব মিলিয়ে, রবিবার রাতে মোট ১০০টি পায়রা উদ্ধার করেছে বিএসএফ। এরপর পায়রাগুলিকে বসিরহাট বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।