সংবাদদাতা, বনগাঁ: ঘাটতি মেটাতে ও স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে বনগাঁ হাসপাতালে ২৫০০ প্যাকেট স্যালাইন দিল বনগাঁ পুরসভা। সোমবার পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ হাসপাতাল সুপারের কাছে এই স্যালাইন পৌঁছে দেন। এবিষয়ে চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার স্যালাইন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যাতে হাসপাতালে স্যালাইনের ঘাটতি না হয়, সেকারণে এদিন স্যালাইন দেওয়া হল। হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, হাসপাতালে যথেষ্ট স্যালাইন আছে। তবুও চেয়ারম্যান যেহেতু রোগী কল্যাণ সমিতির দায়িত্বে আছেন, সে কারণে রোগীদের কথা ভেবে তিনি এদিন পুরসভার পক্ষ থেকে কিছু স্যালাইন দেন হাসপাতালে।