এই সময়, মালদা: শীতের মরশুমেও রাস্তায় উপচে পড়ছে নিকাশির জল। দুর্গন্ধে টেকা দায়। অভিযোগ, দিনের পর দিন এমন পরিস্থিতি চলতে থাকলেও ব্যবস্থা নেয়নি পুরসভা। তাই সোমবার ক্ষিপ্ত বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকায়।
এ দিন মালদা–নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন শতাধিক বাসিন্দারা। যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরাতন মালদা থানার পুলিশ। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় কাউন্সিলার ও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এলাকার বাসিন্দা তৃপ্তি রায় চৌধুরী, প্রশান্ত কুণ্ডু বলেন, ‘ঠান্ডার মরশুমে যদি এলাকার এমন অবস্থা হয়, তাহলে বর্ষাতে আমরা কত কষ্টে থাকি ভাবুন। সারা বছর গোটা এলাকায় নিকাশি-নালার জমা জল থৈথৈ করে। পুরসভা এবং স্থানীয় কাউন্সিলারকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এদিন বাধ্য হয়ে রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছি।’
স্থানীয় তৃণমূল কাউন্সিলার চন্দনা হালদার তাঁর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার বেহালের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ওই এলাকায় যে নিকাশি ব্যবস্থা রয়েছে, সেটি বাম আমলের। নতুন করে সেখানে একটি হাইড্রেন তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই এলাকার নিকাশির জল স্থানীয় একটি জলাশয়ে মেশে। কিন্তু সেই জলাশয়টি এখন ভরাট হয়ে রয়েছে। ফলে নিকাশির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছি।’
পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, ‘বিভিন্ন ওয়ার্ডে নিকাশির পরিকাঠামো উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। কয়েকটি ওয়ার্ডে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। ১৫ নম্বর ওয়ার্ডেও হাইড্রেন তৈরির কাজ দ্রুত শুরু করা হবে।’