• গঙ্গাসাগরের তীর্থযাত্রীর চিকিৎসা অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পে
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৫
  • এই সময়: গঙ্গাসাগর যাওয়ার পথে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া রাজস্থানের এক তীর্থযাত্রীর জরুরি চিকিৎসা হলো সেবাশ্রয় হেলথ ক্যাম্পে।

    রাজস্থানের একদল তীর্থযাত্রী গঙ্গাসাগর যাওয়ার পথে সাময়িক বিশ্রামের জন্য থেমেছিলেন দক্ষিণ ২৪ পরগনার ফতেপুরে। সেখানেই ৫৮ বছরের আশাদেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হার্টের সমস্যার কারণে এই প্রৌঢ়ার পেসমেকার রয়েছে। ফতেপুরের পঞ্চায়েতের মাঠে ওই ক্যাম্পে আশাদেবী আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁর সঙ্গীরা চিকিৎসার জন্য দৌড়োদৌড়ি শুরু করেন।

    কাছেই ফলতা বিধানসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রবিবার থেকে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শুরু হয়েছে। আশপাশের লোকজনের কাছে এই তীর্থযাত্রীরা জানতে পারেন ওই হেলথ ক্যাম্পের কথা। সেখানে আশাদেবীকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ দেন। সেবাশ্রয় ক্যাম্পেই আশাকে টানা পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। ধীরে ধীরে তাঁর শারীরিক প্যারামিটার স্টেবল হতে শুরু করে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

    ফলতা বিধানসভার ওই মডেল ক্যাম্পে একজন যুবককে এ দিন অচেতন অবস্থায় নিয়ে এসেছিলেন তাঁর পরিজনরা। বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে তিনি অজ্ঞান হয়ে যান। হার্টের সমস্যার কারণে এই যুবকেরও পেসমেকার রয়েছে। তাঁরও চিকিৎসা হয় সেবাশ্রয় ক্যাম্পে। এই যুবকের মাসির কথায়, ‘পেসমেকার থাকা সত্ত্বেও মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে। এ দিনও অজ্ঞান হয়ে পড়েছিল। শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। আপৎকালীন চিকিৎসা পেয়ে এখন শ্বাস নিতে পারছেন।’

    ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শেষ হওয়ার পরে ফলতা বিধানসভায় এই স্বাস্থ্য শিবির শুরু হয়েছে। একটি মডেল ক্যাম্প–সহ বিধানসভার বিভিন্ন জায়গায় মোট ৪০টি ক্যাম্পে চিকিৎসা চলছে সাধারণের। কাল, বুধবার অভিষেক ফলতার ক্যাম্পগুলি পরিদর্শনে যেতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর।

  • Link to this news (এই সময়)