• বড় ঘুড়ি বিক্রি করে লক্ষ্মীলাভ বিক্রেতাদের
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৫
  • সূর্যকান্ত কুমার, কালনা

    কোনও ঘুড়িতে লেখা ২০২৫। কোনও ঘুড়িতে বাঘের মুখ। আবার কোনও ঘুড়িতে রয়েছে ভালোবাসার প্রতীকের ছবি। তবে এ বার বড় সাইজের ঘুড়ির চাহিদাই সব থেকে বেশি বলে জানান কালনার ঘুড়ি বিক্রেতারা। পৌষ সংক্রান্তি ও উত্তরায়ণের দিন ঘুড়ি উৎসবে মেতে ওঠেন কালনাবাসী। ঘুড়িপ্রেমীদের জন্যই ভালো রোজগার হয় বিক্রেতাদের।

    ঘুড়ি বিক্রেতারা জানান, পৌষ সংক্রান্তির আগে থেকেই ঘুড়ি উড়তে শুরু করে। তবে আগে আরও বেশি ঘুড়ি উড়ত। ঘুড়ির চাহিদা কিছুটা কমলেও অভিনব ভাবনায় মোড়া ঘুড়ি পেলে অনেকেই হাতে লাটাই তুলে নিচ্ছেন। কালনা শহরের বাসিন্দা তপন সাহা বলেন, ‘বড় ঘুড়ি উড়িয়ে সুবিধা। আকাশে উড়লে তা দেখা যায়।’

    সাগর দাস বলেন, ‘আগে খুব ঘুড়ি ওড়াতাম। তবে এখন আর হয় না। দোকানে দেখলাম ২০২৫ লেখা ঘুড়ি রয়েছে। মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য খুব ভালো।’ দেবজ্যোতি রায় বলেন, ‘ভালোবাসার বার্তা ছড়াতে ভালোবাসার প্রতীকের ঘুড়ি কিনেছি।’

    ঘুড়ি বিক্রির জন্য খুশি বিক্রেতারা। কালনা শহরের বারুইপাড়ার ঘুড়ি বিক্রেতা গৌরাঙ্গ সাহা বলেন, ‘ঘুড়ির চাহিদা আর আগের মতো নেই। তবে এ বার বড় সাইজের ঘুড়ির চাহিদা ভালো। বড় সাইজের ঘুড়ির দাম ১৫ থেকে ২৫ টাকা।’ শহরের লালবাগান এলাকার আরও এক ঘুড়ি বিক্রেতা সানি মাঝি বলেন, ‘এ বার ঘুড়ির চাহিদা রয়েছে। পৌষ সংক্রান্তি ও উত্তরায়ণের দিন ঘুড়ি বিক্রি আরও বাড়ে। সব মিলিয়ে এ বার কেনাকাটা ভালো।’

  • Link to this news (এই সময়)