ট্র্যাফিক জ্যামে দেশের শীর্ষে কলকাতা, বিশ্বে দ্বিতীয়
আজ তক | ১৪ জানুয়ারি ২০২৫
শহরটা আরও বেশি ঘিঞ্জি হয়ে উঠেছে। বেঙ্গালুরু, পুনে বা মুম্বইয়ের ট্র্যাফিক জ্যামের ফেঁসে যাওয়ার বিরক্তিকর অভিজ্ঞতা অনেকেরই আছে। কলকাতার বহু প্রবাসীই ভুরু কুঁচকে বলেন, বেঙ্গালুরুর বা পুনের ট্র্যাফিক জ্যামের কথা। কিন্তু আদতে গোকুলে যে কলকাতাও বেড়ে উঠেছে, সে খবর অনেকেই রাখেন না। ভারতে বড় শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি ট্র্যাফিক জ্যাম হওয়ার শহরের তকমা জুটল কলকাতার কপালে। শুধু তাই নয়, বিশ্বের নিরিখে দ্বিতীয়। প্রথমে রয়েছে কলম্বিয়ার ব্যারানকুইলা শহর। ব্যারানকুইলা শহরে প্রায় ১২ লক্ষের বেশি মানুষের বসবাস।
কলকাতা আরও ঘিঞ্জি শহরে পরিণত হয়েছে
টমটম ট্র্যাফিক ইনডেক্সের সার্ভে রিপোর্ট বলছে, যানজটে বেঙ্গালুরু, পুনে ও মুম্বইকে ছাপিয়ে গিয়েছে কলকাতা। এই মুহূর্তে দেশের শীর্ষে। রিপোর্টটি খুবই উদ্বেগজনকও। কারণ বছরের পর বছর ট্র্যাফিক জ্যামের নিরিখে বেঙ্গালুরুই শীর্ষস্থানে ছিল। ঘণ্টার পর ঘণ্টা ট্র্যাফিক জ্যামে আটকে থাকার অভিজ্ঞতা রয়েছে বেঙ্গালুরুর বাসিন্দাদের। এই প্রথম কলকাতা শীর্ষে উঠে এল। যার নির্যাস, কলকাতা আরও ঘিঞ্জি শহরে পরিণত হয়েছে।
কলকাতায় গড়ে প্রতি ১০ কিলোমিটার যেতে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড লাগে
রিপোর্ট বলছে, কলকাতায় গড়ে প্রতি ১০ কিলোমিটার যেতে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড লাগে। ১৭.৪ ঘণ্টা প্রতি কিমিতে গাড়ি এগোয়। সেখানে বেঙ্গালুরুতে ওই একই দূরত্ব ৩৪ মিনিট ১০ সেকেন্ড লাগে। প্রথম ৫ শহরগুলি হল কলকাতা, বেঙ্গালুরু, পুনে, হায়দ্রাবাদ ও চেন্নাই। এই তালিকায় রাজধানী নয়াদিল্লির স্থান অনেক নীচে। ভারতের তালিকায় দিল্লি রয়েছে ১০ নম্বরে, বিশ্বের তালিকায় ১২২ নম্বরে। দিল্লিতে ১০ কিলোমিটার যেতে গড়ে সময় লেগেছে মাত্র ২৩ মিনিট।
বিশ্বের যানজটপূর্ণ শহরে প্রথম দশে কলকাতা
বিশ্বের যানজটপূর্ণ ও ব্যস্ততম শহরের এই তালিকায় প্রথম দশে নাম তুলেছে ভারতেরই তিনটি শহর। কলকাতা, বেঙ্গালুরুর পর চতুর্থ স্থানে রয়েছে পুনে।
কলকাতার বাসিন্দা শ্রুতি সাহার কথায়, 'কলকাতা আরও ঘিঞ্জি হয়ে উঠছে। দ্রুত গতিতে নগরায়নের ফল ভুগছে এই প্রাচীন শহর। এই খবরটি সত্যিই চিন্তার। আমার সময় নষ্ট হয়, একই সঙ্গে জ্বালানির যা দাম, তাতে টাকাও নষ্ট।' আরেক বাসিন্দা অভিজিত্ দাসের কথায়, 'প্রতিদিন এই ভয়াবহ ট্র্যাফিক সহ্য করে ক্লান্ত। তার সঙ্গে বায়ু দূষণও চরমে।'