• মুর্শিদাবাদের ফরাক্কায় দুটি লরির সংঘর্ষ, জ্বলল আগুন, আহত চালক
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ফারাক্কা: দুটি লরির সংঘর্ষে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। গতকাল, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার কাশিনগর এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন লরির এক চালক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।


    স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে জঙ্গিপুররের দিক থেকে মালদহ যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে ছিল একটি কেমিক্যাল ভর্তি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা লরিটিকে পিছন থেকে ধাক্কা মারে অন্য একটি পণ্যবাহী লরি। সংঘর্ষের পরই পণ্যবাহী লরিটি পাশের একটি নর্দমায় উল্টে যায় এবং তাতে আগুন লেগে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ডাকা হয় দমকলকেও। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এলাকায়। অগ্নিদগ্ধ অবস্থায় লরির চালককে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। এই দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিসের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
  • Link to this news (বর্তমান)