• কুলটিতে জলপ্রকল্প গড়ার আশ্বাস
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কুলটি থানার সিমুলগ্রামে পানীয় জলের জন্য হাহাকার দেখা দিয়েছে। আসানসোল পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের এই এলাকায় পানীয় জল সরবরাহ করতে পারছে না কুলটি সেইল গ্রোথ ওয়ার্কস। সোমবার এলাকা পরিদর্শনে আসেন কুলটির প্রাক্তন বিধায়ক তথা এডিডিএ’র ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। এদিন তিনি গ্রামের মাতঙ্গিনী মাতৃ মন্দিরে আসতেই এলাকার বাসিন্দারা সমস্যার কথা তুলে ধরেন। উজ্জ্বলবাবু প্রশাসনিক মহলে কথা বলে জলপ্রকল্প গড়ার আশ্বাস দেন। মাইক হাতে তিনি আক্ষেপের সুরে বলেন, আপনাদের সমস্ত কাজ করলেও ভোটের সময় মনে রাখেননি।
  • Link to this news (বর্তমান)