• বোলপুরের রাস্তায় পড়ে নির্মাণসামগ্রী, দুর্ঘটনা ঘটলেও চোখ বুজে পুরসভা
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শান্তিনিকেতন: বোলপুরে মূল রাস্তার ধারে পড়ে থাকছে ইমারতি দ্রব্য। যার ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারী থেকে গাড়ি ঘোড়া সমস্ত কিছুই। বাসিন্দাদের অভিযোগ, এই বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার বা পুরসভার কোনও ভ্রুক্ষেপ নেই। তাই অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে রাস্তার উপর ইট, পাথর, বালি ফেলে রাখছেন অনেকেই। 


    আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহর বোলপুর। প্রতিদিনই এখানকার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে। কিন্তু শহরের প্রধান রাস্তার সংখ্যা মাত্র তিনটি। দেখা যাচ্ছে সেইসব রাস্তার ধারে এমনকী উপরেও পড়ে থাকছে ইমারতি দ্রব্য। জনসংখ্যা বৃদ্ধির কারণে শহরের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে ফ্ল্যাট। আবার অনেকেই রাস্তার ধারে তৈরি করছেন বাড়ি বা দোকানঘর। এই সমস্ত কিছু তৈরিরইমারতিদ্রব্য ইট, বালি, পাথর ফেলে রাখা হচ্ছে রাস্তার ওপরেই। তার ফলে চরম সমস্যায় পড়ছেন পথচারী থেকে শুরু করে ছোট ও মাঝারি গাড়ি। রাস্তার মধ্যে পড়ে থাকা বালিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে সাইকেল ও মোটরবাইক। একইভাবে রাস্তায় পড়ে থাকা পাথরের কারণেও দুর্ঘটনাগ্রস্ত হচ্ছেন অনেকে। কিন্তু যাঁরা এভাবে রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখছেন, তাঁদের কোনও কিছুতেই ভ্রুক্ষেপ নেই। এই ব্যাপারে কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে বোলপুর পুরসভার বিরুদ্ধে। জানা গিয়েছে, শহরের রাস্তার উপরে নির্মাণ সামগ্রী ফেলে রাখলে জরিমানা করা হবে বা সেগুলি তুলে নিয়ে যাওয়া হবে বলে পুরসভা নিয়ম চালু করেছিল। কিন্তু তারপরে নজরদারি না থাকার কারণে কেউই তা মেনে চলেনা। তার ফলে শহরের একাধিক জায়গায় এভাবেই রাস্তার ধারে পড়ে থাকে ইমারতি দ্রব্য। আর সেই কারণেই দুর্ঘটনাসহ নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়। স্থানীয়রা চাইছেন, যেসব এলাকায় ইমারতী দ্রব্য পড়ে আছে, সেখানকার কাউন্সিলার বা ওয়ার্ডের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিষয়টি নিয়ে নজরদারি রাখুন। পাশাপাশি পুরসভার তরফে এই ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক। বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেন, বিষয়টি নিয়ে আগে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। ফের সমস্ত ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)