• বরাদ্দ দেড় কোটির বেশি, স্টেডিয়ামের কাজের শিলান্যাস মেখলিগঞ্জে
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: অবশেষে দেড় কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের কাজ শুরু হল মেখলিগঞ্জে। এতে খুশি এলাকার ক্রীড়ামহল। সোমবার মেখলিগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ ক্লাবের খেলার মাঠে এই স্টেডিয়ামের কাজের শিলান্যাস করলেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। রাজ্য সরকারের তরফে খেলাধুলোর মানোন্নয়নের জন্য মেখলিগঞ্জে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল। কিন্তু অর্থাভাবে সেই কাজ শুরু করা যাচ্ছিল না। অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে এই কাজের জন্য দেড় কোটিরও বেশি টাকা বরাদ্দ মিলেছে। সোমবার কাজের শিলান্যাস করেন স্থানীয় বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পুরসভার কাউন্সিলার প্রভাত পাটনি, রঞ্জিত রায়, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ। বিধায়ক জানিয়েছেন, খুব দ্রুত স্টেডিয়াম তৈরির কাজ সম্পন্ন করা হবে। 


    মেখলিগঞ্জে খেলার মাঠ থাকলেও কোনও স্টেডিয়াম নেই। যার কারণে বিভিন্ন খেলা পরিচালনা করতে সমস্যা হয়। এবার সেই সমস্যা দূর হতে যাচ্ছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী বিদেশ সিংহ, আতাউর রহমান প্রমুখ বলেন, এখানে স্টেডিয়ামের খুব দরকার ছিল। অবশেষে সেটা হচ্ছে। এটা খুব ভালো খবর। স্থানীয় বাসিন্দা তথা শহর তৃণমূলের সভাপতি বিষ্ণুপদ ঘোষ জানান, স্থানীয়দের স্টেডিয়ামের দাবি দীর্ঘদিনের। তাঁদের দাবির প্রেক্ষিতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। এটা হলে খেলাধুলোর মান আরও বাড়বে। স্টেডিয়াম তৈরি হলে বাইরে থেকেও অনেক খেলোয়াড় এখানে আসতে আগ্রহ প্রকাশ করবেন। এতে খেলাধুলোর শ্রীবৃদ্ধি ঘটবে। 


    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্টেডিয়ামটি তৈরি করার পাশাপাশি খেলার মাঠেরও সংস্কার করা হবে। স্টেডিয়াম চত্বরে থাকবে দোকানের ব্যবস্থাও। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)