• হুইল চেয়ার না পেয়ে স্বামীকে পিঠে নিয়ে দোতলায় গেলেন স্ত্রী
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রায়গঞ্জ: হুইল চেয়ার না পেয়ে স্বামীকে পিঠে চাপিয়ে একতলা থেকে দ্বিতীয় তলায় নিয়ে গেলেন স্ত্রী। সোমবার এমনই অমানবিক ছবি সামনে এসেছে রায়গঞ্জ মেডিক্যালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের রাইপুর এলাকার বাসিন্দা পরিতোষ বর্মন ( ৫২) ডান পায়ে চোট পান। দীর্ঘদিন ধরে পায়ের ব্যথায় ভুগছিলেন তিনি। এদিন স্ত্রী সলিতা বর্মনের সঙ্গে মেডিক্যালের বহির্বিভাগে ডাক্তার দেখাতে এলে হুইল চেয়ার না পেয়ে দিশেহারা হয়ে পড়েন পরিতোষ। এরপর স্বামীকে পিঠে চাপিয়ে দ্বিতীয় তলার দিকে রওনা হন সলিতা। সেই সময় মেডিক্যালের কর্মীরা উপস্থিত থাকলেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ। পরিতোষ বলেন, এত বড় হাসপাতালে একটাও হুইল চেয়ার ছিল না। চারদিকে খোঁজাখুঁজি করেও চেয়ার না পেয়ে স্ত্রী পিঠে করে আমাকে নিয়ে যেতে বাধ্য হয়।


    সলিতার কথায়, নতুন বাড়ির কাজ শুরু হবে। সেজন্য স্বামী বাড়িতে টিনের চালে উঠেছিল।  পড়ে গিয়ে পায়ে চোট পায়। হাড়ের ডাক্তার দেখানোর জন্য  হাসপাতালে এসেছিলাম। জরুরি বিভাগের সামনে বেশিক্ষণ টোটো দাঁড়াতে না দেওয়ায় তড়িঘড়ি স্বামীকে নামিয়ে দেন টোটো চালক। এরপর গেটের সামনে অনেক্ষণ দাঁড়িয়ে থাকলেও কেউ হুইল চেয়ার নিয়ে আসেননি। তবে, মেডিক্যালে হুইল চেয়ারের অভাব নেই বলে জানিয়েছেন এমএসভিপি প্রিয়ঙ্কর রায়। তিনি বলেন, অপেক্ষা করলে হুইল চেয়ার পাওয়া যেত। তবে ঘটনাটি কী ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে।


    এই অমানবিক ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন রায়গঞ্জ মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, সমিতির সদস্য হওয়ার পর মেডিক্যালের তরফ থেকে মিটিং করা হয়নি। তাই ক’টি হুইল চেয়ার রয়েছে জানা নেই। এমএসভিপি বলতে পারবেন কেন এমন ঘটনা ঘটেছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)