• পশ্চিমী ঝঞ্ঝার জের, পৌষ সংক্রান্তিতেও উষ্ণ দক্ষিণবঙ্গ
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পৌষ সংক্রান্তিতেও উষ্ণ দক্ষিণবঙ্গ। উধাও শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে রয়েছে কনকনে শীত। দার্জিলিং-এর তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এবং ডুয়ার্সের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গে কুয়াশার আধিক্য তুলনামূলক বেশি থাকবে বলে জানা গিয়েছে।       


    আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। আজ, মঙ্গলবার সকালে হাল্কা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
  • Link to this news (বর্তমান)