• অ্যাসিড হামলার শিকার ব্যাঙ্কের মহিলা কর্মী, অভিযুক্তরা পলাতক
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, বসিরহাট: প্রাতর্ভ্রমণে বেরিয়ে অ্যাসিড আক্রান্ত হলেন মহিলা। তাঁর চোখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানা এলাকার মির্জাপুরে। তাঁর দু’টি চোখ নষ্ট হতে বসেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তর করা হয় এসএসকেএমে। মহিলার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে কেস রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। টাকার ভাগাভাগি নিয়েই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জেনেছেন তদন্তকারীরা। এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে।


    স্থানীয় পুলিস সূত্রে সূত্রে জানা গিয়েছে, একটি ব্যাঙ্কে সাফাই কর্মী হিসেবে কাজ করেন ওই মহিলা। কয়েকদিন আগে বসিরহাটের চাঁপাপুকুর এলাকায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে রাস্তার উপর তিনটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন ওই মহিলা। কিন্তু তিনি সেই টাকা পর্যন্ত পৌঁছনোর আগেই অন্য এক মহিলা ছোঁ মেরে কুড়িয়ে নেন বান্ডিলগুলি। টাকা না মেলায় নাছোড় মহিলা সটান চলে যান ওই মহিলার বাড়িতে। তাঁর দাবি, টাকার ভাগ বাটোয়ারা করতে হবে। কারণ ওই টাকার বান্ডিল তিনিও দেখতে পেয়েছিলেন। পরের দিন অর্থাৎ গত শনিবার ভোরে ব্যাঙ্কের সাফাই কর্মী ওই মহিলা হাঁটতে বেরলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয় দুই যুবক। পরের দিন প্রাতর্ভ্রমণের সময় একই ঘটনা ঘটে। তাঁকে ফলো করে তারা। এক সময় তাঁর পথ আটকে মুখে অ্যাসিড ছুড়ে মারা হয় বলে অভিযোগ। অ্যাসিড হামলায় মহিলার মুখ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় দু’টি চোখ। ওই অবস্থায় তিনি কোনওক্রমে বাড়ি ফেরেন। ভোরের দিকে রাস্তায় তেমন লোকজন না থাকায় সহজেই চম্পট দেয় হামলাকারীরা। সোমবার বসিরহাট থানায় আক্রান্ত মহিলার জা লিখিত অভিযোগ করলে তার ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। যে দুই যুবক এই ঘটনা ঘটিয়েছে, তাদের নাম অভিযোগে উল্লেখ রয়েছে। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ থেকে পুলিস নিশ্চিত, এই ঘটনার নেপথ্যে ওই দুই যুবকই রয়েছে। তাদের খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)