• টানা ৪ দিন বন্ধ বালি ব্রিজে ট্রেন চলাচল, বাতিল থাকবে এক্সপ্রেসও
    দৈনিক স্টেটসম্যান | ১৪ জানুয়ারি ২০২৫
  • দক্ষিণেশ্বরে বালি ব্রিজে অর্থাৎ বিবেকানন্দ সেতু-এর গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর কাজের জন্য টানা চার দিন ওই সেতু দিয়ে কোনও ট্রেন চলবে না। বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি লোকাল। শুধু ডানকুনি লোকাল নয়, বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম।

    তবে কয়েকটি এক্সপ্রেস ট্রেনকে ঘুরপথে চালানো হবে। সোমবার শিয়ালদহের ডিআরএম সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের প্রাচীন বালি ব্রিজের মেরামতির প্রয়োজন। সেতুর উপর সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। সেই কারণে টানা ১০০ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল করবে না।

    ওই সময়ের মধ্যে ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হবে। লোকাল ট্রেনই নয়, বেশ কয়েকটি এক্সপ্রেসও বাতিল থাকবে ওই চার দিন। সেই তালিকায় রয়েছে কলকাতা-পটনা গরিবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস। তবে ১৭ জোড়া এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ডিআরএম। কিছু এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ডানকুনির বদলে দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)