• বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা
    দৈনিক স্টেটসম্যান | ১৪ জানুয়ারি ২০২৫
  • কয়েকদিন ধরে রাজ্যে শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা পড়ছে না। আপাতত সেরকম কোনও পূর্বাভাসও নেই। মঙ্গলবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী বুধবার থেকে ফের তাপমাত্রার কিছুটা পতন হতে পারে।

    আবহাওয়াবিদদের মতে, আপাতত রাজ্যে কনকনে ঠান্ডা পড়বে না। তবে থাকবে শীতের আমেজ। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

    অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হতে পারে তুষারপাতও। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। এই কারণে শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডার হাত থেকে আপাতত মুক্তি পেয়েছে রাজ্যবাসী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)