জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুলাল হত্যাকাণ্ডের আবহে মালদহে ফের শুটআউট। হত্যাকাণ্ডের ১২দিনের মাথায় ফের টার্গেট তৃণমূল নেতা। কালিয়াচকের এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি গুলিবিদ্ধ গুলিবিদ্ধ আরও এক তৃণমূল কর্মী। ২জন চিকিত্সাধীন। রাস্তার উদ্বোধন করতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। সেই ঘটনায় মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর। পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি ড্রেন এবং রাস্তার শিলান্যাসের জন্য গিয়েছিলেন, অঞ্চল সভাপতি বকুল শেখ, প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং হাঁসা শেখ নামে এক তৃণমূল কর্মী। এবং এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর।
(সবিস্তারে আসছে)