• ‘তোর সঙ্গে কাটানো অভিজ্ঞতা নিয়ে হয়তো একদিন বই লিখব’ চন্দ্রমৌলির প্রয়াণে লিখলেন রূপম ইসলাম
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৫
  • ২০০০ থেকে ২০১৮ —প্রয়াত বাদ্যযন্ত্রশিল্পী চন্দ্রমৌলি বিশ্বাসের সঙ্গে ফসিলস-এর সম্পর্ক আঠারো বছরের। গতকাল রাতে ওয়েলিংটনের মিরর স্ট্রিটের বাড়ি থেকে যখন চন্দ্রমৌলির মৃতদেহে উদ্ধার করা হল, কয়েক কিলোমিটার দূরের শহর কল্যাণীতে তখন ফসিলস-এর অনুষ্ঠানের তোড়জোড়। তত ক্ষণ অবশ্য রূপম ইসলাম সহ ব্যান্ডের বাকি সদস্যদের কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রমৌলির আত্মহননের খবর। অনুষ্ঠান শুরুর আগে চন্দ্রমৌলিকে নিয়ে স্মৃতিচারণ করেন রূপম।

    ‘ফসিলস’ থেকে বেরিয়ে আসার পর চন্দ্রমৌলি যুক্ত হয়েছিলেন ‘গোলক’, ‘জজ কেম্ব কন্ট্রোল’ শীর্ষক কিছু ব্যান্ডের সঙ্গে। রবিবার সন্ধ্যায় ওয়েলিংটনের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ। প্রয়াত শিল্পীর বন্ধু তথা তাঁর ব্যান্ড সদস্য মহুল চক্রবর্তী প্রথম দেখতে পান দেহ। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি দিয়েছিলেন চন্দ্রমৌলি। জানা গিয়েছে, সেই ছবি ফসিলস-এ থাকাকালীন তোলা হয়েছিল। চন্দ্রমৌলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা চর্চা। শিল্পী নাকি মানসিক অবসাদেও ভুগছিলেন। রূপম আলাদা ভাবে কী প্রতিক্রিয়া দেন, তারই অপেক্ষায় ছিলেন অনেকে। চন্দ্রমৌলির সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে সোমবার দলের প্রাক্তন বেসিস্টের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে লিখলেন রূপম।

    রূপম জানিয়েছেন, মাঝে চন্দ্রমৌলির সঙ্গে তাঁর সংযোগ ছিন্ন হয়েছিল। তবে কিছু দিন আগেই ফের যোগাযোগ হয় দু’জনের। গান নিয়ে নতুন কিছু করার প্রস্তাব দিয়েছিলেন রূপম। তবে চন্দ্রমৌলি সময় চেয়েছিলেন। রূপম চন্দ্রমৌলিকে সময় নেওয়ার কথা বলেওছিলেন। কিন্তু সেই গান আর তৈরি হল না। ব্যান্ডের প্রাক্তন সদস্যের প্রয়াণে রূপম লেখেন, ‘দর্শন এবং গান নিয়েই সিংহভাগ সময়ে কথা হতো আমাদের। ‘আদমের সন্তান’, ‘আমি তোমায় ভালবাসির’ মতো কিছু গান আমি তোর জন্য রেখেছিলাম। কিন্তু তুই এই গানগুলি প্রত্যাখ্যান করলি। তুই বলেছিলিস, নিজেকে গোছানার জন্য তোর একটু সময় চাই। আমি তোকে সময় দিয়েওছিলাম। কিন্তু বুঝতে পারিনি এই অপেক্ষা কখনও শেষ হওয়ার নয়। আমি মৃতদের মুখে তোকে দেখবো না, এ ভাবে চিনবোও না। কোনও দিন হয়তো তোর সঙ্গে কাটানো আমার অভিজ্ঞতা নিয়ে বই লিখব।’
  • Link to this news (এই সময়)