কলকাতায় ফের বহুতল বিপর্যয়। হেলে পড়ল চারতলা ফ্ল্যাট। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফ্ল্যাটের একাংশ। যাদবপুর ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে এই ঘটনা ঘটে। এলাকার লোকজনের অভিযোগ, জলা জমির উপর তৈরি হয়েছে এই বাড়ি। বেশ কিছু দিন ধরেই বাড়িটি বসে যাচ্ছিল। মঙ্গলবার তা হেলে পড়ে পাশের একতলা বাড়ির উপর। অভিযোগ, বাড়ির ভিত নড়ে যাওয়ায় এই ফ্ল্যাট হেলে পড়ে। বরাত জোরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার দুপুর তখন ১টা। বাঘাযতীন লাগোয়া বিদ্যাসাগর কলোনিতে হঠাৎই বিকট শব্দ শুনে পথে বেরিয়ে আসেন এলাকার লোকজন। বেরিয়ে যে দৃশ্য দেখেন, রীতিমতো স্তম্ভিত। চার তলা একটা ফ্ল্যাট, যার বয়স খুব বেশি হলে ১০ বছর, তা একেবারে হেলে রয়েছে পাশের বাড়ির উপর।
স্থানীয় সূত্রে খবর, যেখানে এই ফ্ল্যাট, বছর দশের আগে সেখানে নর্দমা ছিল। তা বুজিয়েই গড়ে ওঠে এই বহুতল। এলাকার লোকজনের বক্তব্য, বেশ কয়েক মাস ধরেই এই বহুতলটি হেলে গিয়েছে। হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে বহুতলটি সোজা করানোর কাজ চলছিল। এলাকার লোকজনের একাংশের দাবি, হেলে থাকা বহুতলের লিফ্টিংয়ের কাজ করানোর সময়ই বিপত্তি ঘটে।
২০২৩ সালের ১৭ মার্চ মধ্যরাতে গার্ডেনরিচে এক বেআইনি নির্মীয়মাণ বাড়ি ভেঙে ১২ জনের মৃত্যু হয়েছিল। সেই স্মৃতি এখনও শহরবাসীর মনে টাটকা। এরই মধ্যে আবার বাঘাযতীনের ঘটনা। সূত্রের খবর, ফ্ল্যাট ফাঁকা ছিল। বাড়িতে লোকজন থাকলে বড়সড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
যাদবপুরের বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবব্রত মজুমদার বলেন, ‘প্রোমোটারকে খুঁজছে পুলিশ। বাড়িওয়ালাকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে।’