• বিরিয়ানির টোপ দেখিয়ে লাখ লাখ টাকা প্রতারণা, গ্রেপ্তার ১
    এই সময় | ১৪ জানুয়ারি ২০২৫
  • এই সময়, চুঁচুড়া: ট্রেনে বিরিয়ানির বরাত পাইয়ে দেওয়ার টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে নিত্যানন্দ দীক্ষিত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। চুঁচুড়া ঘড়ি মোড়ের বিরিয়ানি দোকানের মালিক মহম্মদ গুলাম সাবিরের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইআরসিটিসি–র মাধ্যমে ট্রেনে বিরিয়ানির বরাত পাইয়ে দেওয়ার নাম করে হুগলিঘাট মোগলপুরার বাসিন্দা নিত্যানন্দ কয়েক দিন আগে চুঁচুড়া স্টেশন এলাকার একজনকে নিয়ে আসেন সাবিরের বিরিয়ানির দোকানে। তাঁকে জানান, আইআরসিটিসি ট্রেনে বিরিয়ানি বিক্রির সুযোগ দিচ্ছে। প্রতিদিন ১৬০০ প্যাকেট বিরিয়ানি দিতে হবে ৮০ টাকা দরে। সাবির তাঁর পরিচিত আরও তিনটি দোকানকে নিয়ে মোট চারটি দোকানের জন্য চুক্তি করেন। কোর্ট পেপারে ‘চুক্তি’ হয়।

    আইআরসিটিসি থেকে ‘ভেরিফিকেশন কোড’ দেওয়া হয় মোবাইলে। চারটি দোকান থেকে পঞ্চাশ হাজার করে মোট দু–লাখ টাকা নেয় ওই দু’জন। প্রসেসিং ফিজ় হিসাবে ১২৮০ টাকা করেও নেওয়া হয়।

    রবিবার রাতে আরও টাকা নিতে এক যুবক দোকানে আসে। এর মধ্যে সাবির খোঁজ নিয়ে জানতে পারেন, দূরপাল্লার ট্রেনে খাবার সরবরাহ বা টেন্ডার সংক্রান্ত সমস্ত কিছু হয় অনলাইনে। নগদে কিছু হয় না। তার পরই নিত্যানন্দকে ধরে দোকানে বসিয়ে রেখে টাকা ফেরত দিতে বলেন ব্যবসায়ী। নিত্যানন্দ যার মাধ্যমে এই কাজ করেছিল, সেই রবি মজুমদারকে ফোন করেও পাওয়া যায়নি। বিরিয়ানি ব্যবসায়ী পুলিশ ডেকে প্রতারককে ধরিয়ে দেন।

  • Link to this news (এই সময়)