• লক্ষ লক্ষ মানুষের ভিড়ে পুণ্যের ডুব দিলেন মন্ত্রীরা, সাগরে হাজির অরূপ বিশ্বাস-সুকান্ত মজুমদার ...
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে ডুব দিলেন লক্ষ লক্ষ মানুষ। বহু মানুষের ভিড়ে ডুব দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু। তারপর কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেন তাঁরা। এদিন সাগরে এক নম্বর ঘাটে স্নান করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার সহ একাধিক প্রথম সারির নেতারা। 

    গঙ্গাসাগরে পুণ্যস্নান উপলক্ষে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের ভক্তরা। পুলিশের নজরদারি মধ্যেই একের পর এক প্রথম সারির নেতা মন্ত্রীরা ডুব দিয়েছেন। সুজিত বসু বলেন, ‘মকর সংক্রান্তি উপলক্ষে আগত পুণ্যার্থীদের শুভেচ্ছা জানাই। সরকারের পক্ষ থেকে গঙ্গাসাগরের দুর্দান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রেখে রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা নিয়েছে। সকলেই খুব খুশি।‘ স্নান সেরে মন্দিরে গিয়ে পুজো দেন সুজিত বসু। এদিন সাগরে ডুব দেন  মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী। পুলক রায় বলেন, ‘পুণ্যস্নান উপলক্ষে আগত তীর্থযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় প্রশাসন সর্বত্র ব্যবস্থা নিয়েছে। ‘

    পুলিশের কড়া নজরদারি মধ্যেই একের পর এক নেতা মন্ত্রী এদিন সাগরে ডূব দিয়েছেন। সাগরে ডুব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তারপর কপিল মুনির মন্দিরে পুজো দেন তিনি। এদিন সাগরে ১ নম্বর ঘাটে স্নান সারেন থুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, জেলা পরিষদ সভাধিপতি নিলিমা মিন্ত্রি বিশাল, সহ সভাধিপতি হলেন শ্রীমন্ত মালি।
  • Link to this news (আজকাল)