• জাতীয় সড়কে রাসায়নিক বোঝাই লরিতে ধাক্কা, ভয়াবহ অগ্নিকাণ্ড ফরাক্কায়, অল্পের জন্য রেহাই এলাকাবাসীদের...
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কা থানার কাশিনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনার পর আগুন লেগে যায় একটি গাড়িতে। রাসায়নিক বোঝাই লরির সঙ্গে পণ্যবাহী লরির সংঘর্ষে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক লরি চালক। তবে রাসায়নিক ভর্তি লরিটির বড় ক্ষতি না হওয়ায় মুর্শিদাবাদের শিল্প শহর ফরাক্কায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 

    অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন এবং ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও দমকলের তৎপরতায় অগ্নিদগ্ধ অবস্থায় লরি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায়, দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই ভর্তি রয়েছেন ওই লরি চালক। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বহরমপুর থেকে মালদহের দিকে যাওয়ার রাস্তায় ব্রেকডাউন হয়ে দাঁড়িয়েছিল রাস্তার পিচ তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক ভর্তি লরিটি। আচমকাই একটি পেঁয়াজ বোঝাই লরি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে রাসায়নিক ভর্তি লরিটির পিছনে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে পেঁয়াজ বোঝাই লরিটি পড়ে যায় পাশের নয়জুলিতে এবং তখনই ওই লরিটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। তবে রাসায়নিক বোঝাই লরিটি অক্ষত থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসী। 

    দুর্ঘটনার কয়েকজন প্রতক্ষ্যদর্শী জানান, অত্যন্ত দাহ্য একটি রাসায়নিক নিয়ে খারাপ হয়ে যাওয়া একটি লরি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল। কোনওভাবে সেই লরিটিতে আগুন লাগলে এলাকা জুড়ে ঘটে যেতে পারত আরও বড় ধরনের অগ্নিকাণ্ড। যদিও ঘটনাস্থলে ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষের একটি এবং রাজ্য দমকলের আরও একটি ইঞ্জিন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। মাঝরাতে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপর তৈরি হয় ব্যাপক যানজট। পরে ফরাক্কা থানার পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল।
  • Link to this news (আজকাল)