• বাঘাযতীনে বড় বিপর্যয়, ভরদুপুরে হুড়মুড়িয়ে হেলে পড়ল চারতলা ফ্ল্যাটবাড়ি!
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দুপুরে বাঘাযতীন অঞ্চলের বিদ্যাসাগরের কলোনির একটি ফ্ল্যাট বাড়ি হেলে পড়ে। ওই বাড়ির নিচের অংশ চুরমার হয়ে গিয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশের দাবি, ওই আবাসনে আপাতত কোনও বাসিন্দাই থাকতেন না। ফলে হতাহতের কোনও খবর মেলেনি। 

    কী কারণে ওই ফ্ল্যাটবাড়িটি হেলে পড়ল? তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছে, বিপর্যয় মোকাবিলা দল এবং পুরসভার আবাসন বিভাগের আধিকারিকেরা। পৌঁছন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ সদস্য মিতালি ব্য়ানার্জিও। রয়েছেন, কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্ত-ও।

    কলকাতা পুরসভা সূত্রে খবর, ১০-১১ বছর আগে তৈরি হয়েছিল ওই বহুতলটি। আগেই সেটি হেলে পড়েছিল। গত ১৭ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন ওই ফ্ল্যাট বাড়ির প্রোমোটার। সেই কারণেই কোনও বাসিন্দাই আপাতত সেখানে থাকছিলেন না। এসবের মধ্যেই বড় বিপর্যয় ঘটে গেল। 

    যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন, পুরসভাকে না জানিয়েই কাজ চলছিল ওই বাড়িতে, যা বেআইনি। তাই বাড়ির মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনতলা ফ্ল্যাট তৈরির অনুমতি ছিল, কিন্তু এক্ষেত্রে চারতলা ফ্ল্যাট বাড়ি তৈরি করা হয়েছে। তাই ভার সামলাতে না পেরে সেটি হেলে গিয়েছে।

    বাঘাযতীনে আজকের ঘটনার পর গত বছর গার্ডেনরিচ-কাণ্ডের আতঙ্ক মাথাচাড়া দিয়েছিল। ২০২৩ সালের মার্চ মাসে গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মাণ একটি বাড়ি ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় ১৩ জনের প্রাণ গিয়েছিল। তদন্তে উঠে আসে, বাড়িটি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল। গার্জেনরিচের দুর্ঘটনার পর সতর্ক হয় কলকাতা পুরনিগম। সাসপেন্ড করা হয় তিন পুর ইঞ্জিনিয়রকে। 
  • Link to this news (আজকাল)